Question:মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল ? 

Answer মুক্তিযুদ্ধে এই দেশের সকল শ্রেনী -পেশার মানুষের পাশাপাশি প্রতিবেশি দেশ ভারতেরও অনেক অবদান ছিল । ভারত নানাভাবে আমাদের সাহায্য করেছিল । মুক্তিযুদ্ধ শুরু হলে এদেশ থেকে অনেক শরনার্থী হিসেবে ভারত আশ্রয় নেয় । ভারতীয়রা আশ্রয় নেওয়া বাঙ্গালিদের থাকা থাওয়ার পাশাপাশি বস্ত্র ও চিকিৎসার ব্যাবস্থা করেছিল । মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী গঠন করে । অপারেশন জ্যাকপটে মিত্রবাহিনিী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে । লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে মিত্রবাহিনী ১৯৭১ সালের ২১- এ নবেম্বর মুক্তিবাহিনীর সাথে মিলে যৌথ বাহিনী গঠন করে । ১৯৭১ সালের ৩রা ডিসেম্বরের পর থেকে যৌথ বাহিনী একযোগে স্থল , নৌ ও আকাশ পথে আক্রমন করে পশ্চিম পাকিস্তানি বাহিনীিকে আত্নসমর্পন করতে বাধ্য করে । ফলে খুব অল্প সময়ের মধ্যে আমরা স্বাধীনতা লাভ করি । মুক্তিযুদ্ধে ভারতের অবদান তাই চির স্বরনীয় । 

+ Report
Total Preview: 3107
muktijuddhe varot amader kivabe shahajojkarechil ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd