Answer আমাদের মহান স্বাধীনতা দিবস ২৬- এ মার্চ , এ দিনটিকে আমরা জাতীয়ভাবে উদযাপন করে থাকি । দিনটি জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে শুুরু হয় । শিশু কিশোরদের সমাবেশ হয় । আমরা আমাদের বিদ্যালয়ে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহন করি । সেদিন কোন মুক্তিযোদ্ধার হাত থেকে পুরুস্কার পেলে নিজেকে ভাগ্যবান মনে করি । এদিনে রাস্টপতি , প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা বানী প্রদান করে থাকেন । যা পত্রিকা , রেডিও টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পারি ।
স্বাধীনতা দিবসে আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরন করি , পাশাপাশি যে সকল মুক্তিযোদ্ধা আজ ও বেঁচে আছেন তাঁদের কাছ থেকে মুক্তিযোদ্ধার কাছ থেকে গল্প শুনি ।তাঁদের মতো দেশের জন্য কিছু করার অনুপ্রেরনা লাভ করি ।