Question:মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয় । এ সরকার কত তারিখে গঠিত হয়েছিল ? এ সরকারের রাষ্পতি কে ছিলেন ? মুক্তিযুদ্ধে এ সরকারের ভূমিকা তিনটি বাক্য লেখ ? 

Answer এ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রির গঠিত হয়েছিল । এ সরকারের রাষ্টপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । মুক্তিযুদ্ধে এ সরকারের ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য - ১.মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচারনায় মুক্তিবাহিনী গঠন করে । ২.এ সরকারের অনুপ্রেরনায় অগনিত মানুষ দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে । ৩.দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে । 

+ Report
Total Preview: 472
muktijuddher kichu diner modhe bangladeshe akti shorokar gathit hoy . a shorokar koto tarikhe gathit hoyechil ? a shorokarer rashpati ke chilen ? muktijuddhe a shorokarer bhূmika tinti bakjlekh ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd