Question:অপারেশন সার্চ লাইট কী ? অপারেশন সার্চ লাইট পরিচালিত হয়েছিল কেন ? অপারেশন সার্চ লাইট এর তিনটি ফলাফল লেখ ।
Answer ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙ্গালিদের উপর যে অতর্কিত আক্রমন করে , তার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চ লাইট । নিরীহ বাঙ্গালিদের জন্য অপারেশন সার্চ লাইট পরিচালিত হয়েছিল । অপারেশন সার্চ লাইট এর ফলাফল হলো - ১. অনেক নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয় । ২. নির্বিচারে লুটতরাজ ও ধরপাকড় চলে । ৩. মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ।
+ Report
opareshon sharoch lait ki ? opareshon sharoch lait parichalit hoyechil ken ? opareshon sharoch lait ar tinti pholaphol lekh .