Question:মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী সংগঠনগুলোর নাম লেখ । এ সংগঠনগুলোর কার্যক্রম তিনটি বাক্য লেখ । 

Answer মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী সংগঠনগুলো হলো - শান্তি কমিটি রাজাকার আলবদর আলসামস । মুক্তিযুুদ্ধে সংগঠনগুলোর তিনটি কার্যক্রম - ১. মুক্তিযুদ্ধের সময় বিরোধি ভূমিকা পালন করেছিল । ২. এরা মুক্তিযুদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের সমর্থক সাধারন মানুষের নামের তালিকা তৈরী করে হানাদারদের দিয়েছিল । ৩. তারা পাকিস্তানি বাহিনীকে পথ ঘাট চেনাতে ভাষা বুঝিয়ে দিতে এবং নির্যাতন ও তান্ডব চালাতে সাহায্য করেছিল । 

+ Report
Total Preview: 748
muktijuddhe birodhitakari shonggthngulor namo lekh . a shonggthngulor karojocrmo tinti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd