Question:১৮৫৮ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বাংলা সহ ভারতে এক ধরনের শাসন বিদ্যমান ছিল । এখানে কোন শাসনের কথা বলা হয়েছে ? বাংলা উক্ত শাসনের প্রভাব চারটি বাক্য লেখ । 

Answer ব্রিটিশ শাসনের কথা বলা হয়েছে । বাংলায় ব্রিটিশ শাসনের চারটি প্রভা্ব । ১. ভাগ কর শাসন কর নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ন জাতি এবং অঞ্চলভেদে বিবেদ সৃষ্টি হয় । ২. অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় ‍দুর্ভিক্ষ দেখা দেয় । ৩. নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফরে শিক্ষা ব্যাবস্থার উন্নতি হয় । ৪. সড়কপথ ও রেরপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যাবস্থার বিশেষ উন্নতি হয় । 

+ Report
Total Preview: 468
১৮৫৮ shal theke ১৯৪৭ shal parojonto bangla shoho varote ak dhroner shashon bidojoman chil . akhane kean shashoner katha bola hoyeche ? bangla ukto shashoner provabo charoti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd