Question:লালবাগ দুর্গ কোন নদীর তীরে অবস্থিত । লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কোনটি ? লালবাগ দুর্গের উপর গুরুত্বপুর্ন তিনটি বাক্য লেখ । 

Answer লালবাগ দুর্গ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত । লালবাগ দুর্গের বৈশিষ্ট হলো - এটি সম্পুর্ন ইটের তৈরী । লালবাগ দুর্গ সম্পর্কে তিনটি বাক্য- ১. ঢাকার দক্ষিন পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ১৬২৮ খ্রিষ্টাব্দে লালবাগ দুর্গ নির্মান করা হয় । ২. দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোঘর শাসকগন তাঁবু টানিয়ে বসবাস করতেন । ৩. দুর্গের দক্ষিনে গোপন প্রবেশপথ এবং একটি তিনগম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে । 

+ Report
Total Preview: 489
lalbag durog kon ndir tire oboshothit . lalbag duroger bishesh boishishtjkonti ? lalbag duroger upar guruttopurno tinti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd