Question:অতিরিক্ত জনসংখ্যা পরিবেশের উপর কীরুপ প্রভাব ফেলছে ? পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে চারটি বাক্য লেখ ।
Answer অতিরিক্ত জনসংখ্যা পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলছে । পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে চারটি বাক্য - ১. মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরী করায় প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে । ২. অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যাবহার করা হচ্ছে । ৩. প্রচুর সার ও কীটনাশক ব্যাহারের ফলে নদী ও পুকুরে পানি দুষিত হচ্ছে । ৪. খাবার ও ফসল ফলাতে ভূ গর্ভের পানি উওোলন পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে ।
+ Report
otirikto jonshongkha paribesher upar kirup provabo phelche ? paribesher upar otirikto jonshongkhar provabo shomoparoke charoti bakjlekh .