Question:বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার কী কী সমস্যা হয় তাঁর পাঁচটি বাক্য লেখ । 

Answer বিভিন্ন দুযোর্গে শিশুদের লেখাপড়ার যে সমস্যা দেখা দেয় সে সম্পর্কিত পাঁচটি বাক্য - ১. বন্যা ও ঘুর্নিঝড় এর সময় বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার ফলে শিশুদের লেখাপড়ার সমস্যা হয় । ২. নদীভাঙ্গনের ফলে মানুষ বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায় বলে শিশুদের শিক্ষা জীবনের অনেক ক্ষতি হয় । ৩. খরার সময় অত্যাধিক গরমে শিশুরা বিদ্যালয়ে যেতে পারেনা বা ঠিক মতো লেখাপড়া করতে পারেনা । ৪. বন্যা ও ঘুর্নিঝড়ে বাড়ি ঘরে পানি উঠে যায় বলে অনেক পরিবারের উঁচু রাস্তা বা বাধের উপর বসবাসের কারনে শিশুদের লেখাপড়ার ক্ষতি হয় । ৫. বিভিন্ন ‍দুর্যগে শিশুরা অসুস্থ হয়ে পড়ার কারনেও তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয় । 

+ Report
Total Preview: 1018
bivenno durojoge shishuder lekhapaড়ar ki ki shomoshojoa hoy tar paঁchti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd