Question:মানুষের ভালোভাবে বেচে থাকার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা । এই সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে কী বলে ? আমাদের জীবনে এসব সুযোগ ‍সুবিধা পাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য লেখ । 

Answer মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে । আমাদের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য - ১. মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে । ২. লেখাপড়া শিখে যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাসের সুযোগ করে দেয় । ৩. মানুষে মানুষে সম্প্রীতি তৈরী করে । ৪. মানুষের ভালো গুন গুলোকে বিকশিত করতে সাহায্য করে । 

+ Report
Total Preview: 574
manusher valovabe beche thakar janno proyojon bivenno dhroner shujog shubidha . ai shujog shubidha paoyar odhikaroke ki bole ? amader jibone ashobo shujog ‍shubidha paoyar proyojoneyota shomoparoke charoti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd