Question:প্রতিবছর ৮ ই মার্চ আমরা একটি দিবস পালন করে থাকি । এ দিবসটির নাম কী ? কত সালে জাতিসংঘ দিবসটির স্বীকৃতি দেয় ? দিবসটির তিনটি তপর্য্য লেখ । 

Answer দিবসটির নাম আন্তর্জাতিক নারী দিবস । ১৯৭৭ সালে জাতিসংঘ দিবসটির স্বীকৃতি দেয় । দিবসটির তিনটি তাৎপর্য্য - ১. নারী পুরুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যাবধান কমাতে বিশ্বব্যাপি আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় । ২. এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানের চেষ্টা করা হয় । ৩. এই দিবসে সমাজে নারী পুরুষের সমতা অর্জনে বিভিন্ন প্রদেক্ষেপ নেওয়ার প্রস্তাব ও করা হয় । 

+ Report
Total Preview: 689
protibochor ৮ i maroch amora akti dibosho paln kare thaki . a diboshotir namo ki ? koto shale jatishonggh diboshotir shobikriti dey ? diboshotir tinti toparojojlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd