Answer বেগম রোকেয়া একজন মহীয়সী নারী ও নারী জাগরনের অগ্রদূত ছিলেন ।
নারীদের লেখাপড়া ও নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়া কর্তৃক চারটি সম্পাদিত কাজ -
১.নারী শিক্ষার বিষয়ে বেগম রোকেয়া বহু প্রবন্ধ ও পুস্তক রচনা করে সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রেখেছেন ।
২. নারী শিক্ষার জন্য ১৯০৫ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কূল প্রতিষ্ঠা করেন ।
৩. বেগম রোকেয়া বাড়ি বাড়ি ঘুরে মেয়ে সন্তানদের বিদ্রালয়ে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন ও অনুরোধ করতেন ।
৪. তার চেষ্টার ফলেই মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে ।