Question:নারী নির্যাতনের কমপক্ষে পাঁচটি নেতিবাচক প্রভাব লেখ । 

Answer নারী নির্যাতনের পাঁচটি নেতিবাচক প্রভাব - ১. পারিবারিকভাবে নারী নির্যাতন হলে নির্যাতিত নারীর শারিরিক মানসিক ক্ষতি হয় । ২. যেসব পরিবারে মেয়েরা নির্যাতনের শিকার হয় সেসব পরিবারে শিশুদের শারিরিক ও মানসিক বিকাশ বাধা পায় । ৩. নির্যাতিত নারী সময়মতো কাজে যেতে পারেনা । ফলে অর্থনৈতিক ক্ষতি হয় । ৪. শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে নির্যাতিত নারীরা মানসিকভাবে দর্বল হয় । ৫. পরিবারের নির্যাতিত কন্যা শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় । 

+ Report
Total Preview: 1922
nari nirjatner kamopakkhe paঁchti netibachk provabo lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd