Question:আইন মেনে না চললে কী হয় ? কত বছর বয়স হলে আমাদের দেশে ভোট প্রদান করা হয় ? কর প্রদান সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

Answer আইন মেনে না চললে শাস্তি ভোগ করতে হয় হবে । আমাদের দেশে ১৮ বছর বয়স হলে ভোট প্রদান করতে হয় । কর প্রদান সম্পর্কে তিনটি বাক্য - ১. নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য । ২. কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার বিভিন্ন প্রতিষ্ঠা চালু করে । ৩. কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার নাগরিদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে । 

+ Report
Total Preview: 709
ain mene na chlle ki hoy ? koto bochor boyosho hole amader deshe bhোt prodan kara hoy ? kar prodan shomoparoke tinti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd