Question:রাফিদের ক্লাস টিচার অধিকাংশ সিদ্ধান্ত অধিকাংশের মতামতের বৃওিতে নিয়ে থাকেন । এধরনের সিদ্ধান্ত গ্রহনকে কী বলে ? এটি কী ধরনের গুন ? উক্ত বিষয়টি শ্রেনী ও বিদ্যালয় গনতন্ত্র চর্চায় কীভাবে ভূমিকা রাখে তা তিনটি বাক্য লেখ । 

Answer অধিকাংশের মতামতের ভিওিতে সিদ্ধান্ত নেওয়াকে বলে গনতান্ত্রিক মনোভাব । এটি ব্যাক্তিত ও সামাজিক গুন । গনতান্ত্রিক মনোভাব শ্রেনী ও বিদ্রালয়ে গনতন্ত্র চর্চায় যে ভূমিকা রাখে সে সম্পর্কে তিনটি বাক্য - ১. শ্রেনীর বিভিন্ন কাজ যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ গোচানো শ্রেনী শিক্ষক সাজানো, পরিস্কার পরিছন্ন করা ইত্যাদি সম্পর্কে সহপাঠির সাথে আলোচনা করবো । ২. বিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠান যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি ব্যাপারেও আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব । ৩. অনুষ্ঠানগুলোর সুষ্ঠু পরিচালনার জন্য অধিকাংশের মতামতের ভিওিতে কাজ করব এবং পরস্পরকে সহায়তা করব । 

+ Report
Total Preview: 466
rafeder klasho tichar odhikangsho shidhanto odhikangsher motamoter brioিte niye thaken . adhroner shidhanto grhonke ki bole ? ati ki dhroner gun ? ukto bishyoti srane o biddaly gantntro chrochay kivabe bhূmika rakhe ta tinti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd