Answer অধিকাংশের মতের ভিওিতে সিদ্ধন্ত গ্রহন এবং সেই সিদ্ধান্তকে সম্মান করাকেই গনতান্ত্রিক মনোভাব বলে ।
আমার বাড়িতে গনতন্ত্র চর্চার দুইটি উপায় -
১. কোথায় ও কীভাবে বেড়াতে যাব তা মা বাবা ভাই বোন ও পরিবারের অন্য সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।
২. ঘরের কী জিনিস কিনবো এবং কীভাবে ঘর সাজাবো তা পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।
আমার বিদ্যালয়ের গনতন্ত্র চর্চার দুইটি উপায় হলো -
১. শেনীর বিভিন্ন কাজ, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ গোচানো, শ্রেনীকক্ষ সাজানো, পরিস্কার পরিছন্ন করা ইত্যাদি কাজগুলো অধিকাংশের মতামত নিয়ে সম্পন্ন করবো ।
২. বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান , যেমন - সাংস্কৃতিক অনুষ্ঠান , ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি ব্যাপারেও সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।