Question:গনতান্ত্রিক মনোভাব কাকে বলে ? তোমার বাড়িতে ও তোমার বিদ্যালয়ে গনতন্ত্র চর্চার দুইটি করে উপায় লেখ । 

Answer অধিকাংশের মতের ‍ভিওিতে সিদ্ধন্ত গ্রহন এবং সেই সিদ্ধান্তকে সম্মান করাকেই গনতান্ত্রিক মনোভাব বলে । আমার বাড়িতে গনতন্ত্র চর্চার দুইটি উপায় - ১. কোথায় ও কীভাবে বেড়াতে যাব তা মা বাবা ভাই বোন ও পরিবারের অন্য সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব । ২. ঘরের কী জিনিস কিনবো এবং কীভাবে ঘর সাজাবো তা পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব । আমার বিদ্যালয়ের গনতন্ত্র চর্চার দুইটি উপায় হলো - ১. শেনীর বিভিন্ন কাজ, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ গোচানো, শ্রেনীকক্ষ সাজানো, পরিস্কার পরিছন্ন করা ইত্যাদি কাজগুলো অধিকাংশের মতামত নিয়ে সম্পন্ন করবো । ২. বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান , যেমন - সাংস্কৃতিক অনুষ্ঠান , ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি ব্যাপারেও সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব । 

+ Report
Total Preview: 632
gntantroিk monovabo kake bole ? tomar baড়িte o tomar biddalye gantntro chrochar duiti kare upay lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd