Question:বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪এ অক্টোবর একটি সংস্থা গঠিত হয় । সংস্থাটির নাম কী ? সংস্থাটির কতটি শাখা রয়েছে ? সংস্থাটি গঠনের প্রধান তিনটি উদ্দেশ্যে লেখ । 

Answer সংস্থাটির নাম জাতিসংঘ। জাতসংঘের ৬টি শাখা রয়েছে । জাতিসংঘের প্রধান তিনটি উদ্দেশ্য হলো - ১. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা । ২. বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা । ৩. অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা । 

+ Report
Total Preview: 545
bishoboshanti protishthar lkhje ১৯৪৫ shaler ২৪a oktোbor akti shongshotha gathit hoy . shongshothatir namo ki ? shongshothatir kototi shakha royeche ? shongshothati gathner prodhan tinti udodeshoje lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd