Question:জাতিসংস্থার একটি উন্নয়ন সংস্থার অধীনে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় । সংস্থাটির নাম কী ? সংস্থাটি বিশ্বের কয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে ? এর কার্যক্রম সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

Answer সংস্থাটির নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংস্থাটি বিশ্বের ৬টি অঞ্চলের কার্যক্রম পরিচালনা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে তিনটি বাক্য - ১. বাংলাদেশ সংস্থাটির দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত । ২. বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সংস্থাটি সচেতন করে । ৩. মা ও শিশুর স্বাস্থ্য , পুষ্টি , পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে । 

+ Report
Total Preview: 573
jatishongshothar akti unnoyon shongshothar odhine protibochor bishobo shobashotho dibosho palit hoy . shongshothatir namo ki ? shongshothati bishober kayoti onchole karojocrmo parichalna kare ? ar karojocrmo shomoparoke tinti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd