Question:খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ? খাদ্য ও কৃষি সংস্থা কেন গঠিত হয়েছে ? বাংলাদেশে খাদ্য ও কৃষি সংস্থা কেন গঠিত হয়েছে । বাংলাদেশের খাদ্য ও কৃষি সংস্থার তিনটি ভূমিকা লেখ । 

Answer খাদ্য ও কৃষি সংস্থা সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত । বিশ্বকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার জন্য খাদ্য ও কৃষি সংস্থা গঠিত হয়েছে । বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থার তিনটি ভূমিকা - ১. খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের খাদ্য সমস্যা মোকাবেলায় সহায়তা করে । ২. বিভিন্ন্ প্রাকৃতিক দুর্যগে খাদ্য ঘাটতি হলে খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশকে খাদ্য সরবারহ করে থাকে । ৩.জনগনের সাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করে । 

+ Report
Total Preview: 1376
khadojo krishi shongshothar shodor dopatr kothay oboshothit ? khadojo krishi shongshotha ken gathit hoyeche ? bangladeshe khadojo krishi shongshotha ken gathit hoyeche . bangladesher khadojo krishi shongshothar tinti bhূmika lekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd