Question:আমরা কেন আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব? 

Answer আমরা আমাদের চারপাশে যে প্রকৃতি দেখতে পাই তাহলো- মাটি, পানি, গাছপালা, পশশু-পাখি, বায়ু ইত্যাদি। এসবই হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। এগুলো আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করে। আমরা যদি এগুলো সংরক্ষণ না করি তবে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। যেমন- যে কেউ যদি দূষিত পানি পান করে তাহলে সে অসুুস্থ হয়ে পড়বে। আবার পানি ছাড়া ফসল ফলবে না। গাছপালা বেঁচে থাকবে না। এসব কারণে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করবে। 

+ Report
Total Preview: 5586
amora ken amader prakritik paribesho shongrokhn karobo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd