Question:বাংলাদেশে আমরা কীভাবে আমাদের ধর্মীয় উৎসব পালন করি? 

Answer বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। প্রত্যেক ধর্মেরিই কিছু উৎসব রয়েছে। যেমন- মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজা, বৌদ্ধদের বৌদ্ধপূর্ণিমা, খ্রিষ্টনদের বড়দিন। সব ধর্মের লোকেরাই আনন্দের সাথে এ উৎসবগুলো পালন করে। আমরা অন্য ধর্মের হলেও বন্ধু ও বড়দের সাথে ঐ সময় নানাভাবে শুভেচ্ছা বিনিময় করি। এসব ধর্মীয় উৎসবে আমরা বন্ধুদের সাথে বিভিন্নভাবে আনন্দ করি। খাওয়া দাওয়া করি। এক সাথে খেলাধুলা করি এবং ঘুরে বেড়াই। এভাবে আমরা বাংলাদেশে আমাদের ধর্মীয় উৎসব পালন করি। 

+ Report
Total Preview: 8779
bangladeshe amora kivabe amader dhromiy utshobo paln kari?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd