Question:কোন ধরনের শিশুদের শারীরিক ও মানসিক যত্নের প্রয়োজন? আমাদের মধ্যে যারা দেরিতে বোঝে তাদেরকে তুমি কীভাবে সাহায্য করবে তা চারটি বাক্যে লেখ। 

Answer বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের শারীরি ও মানিসিক যত্নের প্রয়োজন। যারা দেরিতে বোঝে তাদেরকে আমি যেভাবে সাহায্য করতে পারি- ১। যে পড়ার কম বোঝে তাকে পড়া বুঝিয়ে দেব। ২। শিক্ষক যখন ক্লাসে কোন কিছু লেখেন তখন তাকে তা দেখার জন্য সহায়তা করব। ৩। প্রয়োজনে তাকে খাতা, কলম দিয়ে লেখাপড়ায় সহায়তা করব। ৪। শিক্ষকের কথা বুঝতে অসুবিধা হলে ক্লাস শেষে তাকে বুঝিয়ে দেব। 

+ Report
Total Preview: 1154
kon dhroner shishuder sharirik o manshik jottoেr proyojon? amader modhe jara derite boঝে taderoke tumi kivabe shahajojkarobe ta charoti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd