Question:ছেলে ও মেয়ের সমান অধিকার- একটি উদাহরণসহ বুঝিয়ে দাও। 

Answer একটি ছেলে বা একটি মেয়ের শরীরিক দিক থেকে পার্থক্য থাকলেও অধিকারের দিক কোনো পার্থক্য নেই। পরিবার বা রাষ্ট্রের কাছে একজন ছেলের যে অধিকার রয়েছে তেমনি একজন মেয়েরও সে অধিকার রয়েছে। খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার সমান অধিকার ছেলে ও মেয়ের রয়েছে। আমাদের সমাজে অনেক পরিবারে ছেলে ও মেয়কে সমান অধিকার দেওয়া হয় না। যেমন- ছেলে সন্তানকে বাবা-মা বিদ্যালয়ে পড়তে দেন অথচ মেয়ে সন্তানকে ঘরের বিভিন্ন কাজ করতে দেন। কিন্তু বিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে ছেলে ও মেয়ের সমান অধিকার রয়েছে। 

+ Report
Total Preview: 18710
chele o meyer shoman odhikaro- akti udahoronshoho buziye dao.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd