Question:সব পেশার মানুষকে আমরা সম্মান করব কেন? 

Answer আমাদের সমাজে নানা পেশার মানুষ আছেন। সমাজে প্রত্যেক পেশািই গুরুত্বপূর্ণ। যেমন-শিক্ষক আমাদের লেখাপড়া শেখান। ডাক্তার আমাদের রোগ-ব্যাধি নির্ণয় করে ঔষধ দেন। দর্জি পোশাক তৈরি করেন। কুমার হাঁড়ি-পাতিল তৈরি করেন। আমরা কোকোন পেশাকে ছোট করে দেখবো না। কেননা আমরা বিভিন্ন পেশার মানুষের ওপর নির্ভরশীল। তারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকেন। তাই আমরা সব পেশার মানুষকে সম্মান করব। 

+ Report
Total Preview: 9403
shobo peshar manushke amora shomoman karobo ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd