Question:বিদ্যালয়ের জন্য প্রয়োজন এমন চারটি উন্নয়নমূলক কাজের তালিকা তৈরি কর। 

Answer বিদ্যালয়ের জন্য প্রয়োজন এমন চারটি উন্নয়নমূলক কাজের তালিকা হলো- ১. শ্রেণিকক্ষে যেখানে-সেখানে ময়লা না ফেলা। ২. বিদ্যালয় গৃহ এবং আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ৩. বাগানে ফুলের গাছ লাগানো এবং তা যত্ন নেওয়া। ৪. বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করা। ৫. শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল সাজিয়ে রাখা। ৬. শ্রেণিতে পাঠদানে মনোযোগী হওয়া। ৭. শ্রেণিকক্ষে গণ্ডগোল না করা। ৮. বোর্ড পরিষ্কার রাখা। 

+ Report
Total Preview: 4166
biddalyer janno proyojon amon charoti unnoyonmulk kajer talika toiri karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd