Question:আমাদের কেন পরিবেশ সংরক্ষণ করা উচিত? 

Answer দূষিত পান পান করলে আমাদের নানা রকমের রোগ হতে পারে। যেমন- ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, কলেরা। এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের লক্ষ রাখা উচিৎ যেন পানি দূষিত না হয়। দূষিত বায়ুতে দুর্গন্ধ এবং ধোঁয়া ছাড়াও ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি খুব ছোট ছোট জিনিস ভেসে বেড়ায়। আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে এ সকল দূষিত পদার্থ ফুসফুসে চলে যায়। এতে অনেকের শ্বাসকষ্ট হয়। ময়লা আবর্জনা মাটিতে গর্ত করে রেখে মাটি চাপা দিয়ে রাখতে হয়। এতে করে পানি ও বায়ু দূষিত হতে পারে না। তাই আমাদের পরিবেশ সংরক্ষণ করা উচিত। 

+ Report
Total Preview: 9759
amader ken paribesho shongrokhn kara uchito?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd