Question:আমরা পরিবেশের নানা আবর্জনা কীভাবে পরিষ্কার করতে পারি? 

Answer যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করতে হবে। এজন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বা ময়লা রাখার ঝুড়ি রাখতে হবে। কেউ রাস্তাঘাট বা খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেললে তা তুলে ফেলতে হবে এবং ঝুঁড়িতে রাখতে হবে। এভাবে সচেতনতার সাথে কাজ করলে আমরা পরিবেশের নানান আবর্জনা পরিষ্কার করতে পারি। 

+ Report
Total Preview: 1720
amora paribesher nana aborojona kivabe parishkar karote pari?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd