Question:বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম লেখ। 

Answer বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম- ১. এশিয়া মহাদেশ: বাঘ, হরিণ, পান্ডা প্রভৃতি। ২. ইউরোপ মহাদেশ বল্গা হরিণ, শ্বেত শৃগাল, নেকড়ে বাঘ, বন্যশুয়োর, প্রভৃতি। ৩. আফ্রিকা মহাদেশ: জিরাফ, জেব্রা, গরিলা, শিম্পাঞ্জী, বেবুন প্রভৃতি। ৪. উত্তর আমেরিকা: শ্বেত শৃগাল, শ্বেত ভালুক, চিতা বাঘ প্রভৃতি। ৫. দক্ষিণ আমেরিকা: দীর্ঘ লেজবিশিষ্ট বানর, জাগুয়ার প্রভৃতি। ৬. অস্ট্রেলিয়া মহাদেশ: ক্যাঙ্গারু, প্লাটিপাস প্রভৃতি। ৭. এন্টার্কটিকা: পেঙ্গুইন, সিল প্রভৃতি প্রাণী বাস করে। 

+ Report
Total Preview: 18316
bivenno mohadeshe basho kare amon kichu pranir namo lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd