Question:আমাদের দেশকেনদীমাতৃক দেশ বলা হয় কেন? পাঁচটি বাক্যে লেখ।
Answer আমাদের দেশে অসংখ নদী আছে। কোনোটি বড়গ আবার কোনোটি ছোট। এ নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রক্ষ্মপুত্র ও কর্ণফুলি। এগুলো বিভিন্ন পাহাড়-পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর দিকে বয়ে গেছে। এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য নদী আছে বলে বাংলাদেশের নদীমাতৃক দেশ বলা হয়।
+ Report
amader deshokendimatrik desho bola hoy ken? paঁchti bakje lekh.