Question:বাংলাদেশেল স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ১৯২০ সালের ১৮ই মার্চ জন্মগ্রহণকারী ব্যক্তির অবদান। অবিস্মরণীয়। ব্যক্তিটি কে এবং কো জেলায় জন্মগ্রহণ করেন? তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে যে অবদান রাখেন তা তিনটি বাক্যে লিখ। 

Answer ব্যক্তিটি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যেমন- ১. তিনি যুদ্ধ শেষে নতুন বাংলাদেশ গড়তে বলিষ্ঠ নেতৃত্ব দেন। ২. বিদ্বস্ত যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন করেন। ৩. তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে অবদান রাখেন। 

+ Report
Total Preview: 677
bangladeshel shobadhinta orojoner kkhetre ১৯২০ shaler ১৮i maroch jammagrhonkari baktir obodan. obishomoroniyo. baktiti ke abong ko jelay jammagrhon karen? tini shobadhinta paroboroti shomoye je obodan rakhen ta tinti bakje likh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd