Question:বঙ্গবন্ধুর ডাক নাম কী ছিল? জাতির পিতার জীবনের সাথে ১৯৬৬, ১৯৭০, ১৯৭১, ১৯৭২ সালের একটি করে উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ কর।
Answer বঙ্গবন্ধুর ডাক নাম ছিল খোকা। জাতির পিতার সাথে জড়িত উক্ত সালগুলোর একটি করে ঘটনা হলো-
১. ১৯৬৬ সালে তিনি ছয় দফঅ পেশ করেন।
২. ১৯৭০ সালের নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে।
৩. ১০৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় স্বাধীনতার ডান দেন।
৪. যুদ্ধ শেষে বঙ্গবন্ধু পাকস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ই মার্চ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন।