Question:আমাদের জাতির পিতার নাম কী? মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর চারটি অবদান লেখ।
Answer আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারটি অবদান হলো- ১. ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। ২. ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ৩. বঙ্গবন্ধুর আহবানেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৪. তাঁর নেতৃত্বে জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জন করে।
+ Report
amader jatir pitar namo ki? muktijuddhe bongobondhur charoti obodan lekh.