Question:তোমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন করার পরিকল্পনা লেখ। 

Answer আমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন করার পরিকল্পনা লেখ- ১. পহেলা বৈশাখের আগের দিন বিদ্যালয়ের মাঠসহ সকল কিছুর দরকারি সংস্কার করা। ২. পহেলা বৈশাখে বর্ণাঢ্য র‌্যালির ব্যবস্থা করা হবে এবং সেখানে সকল ছাত্রছাত্রী অংশ নেওয়া। ৩. বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া। ৪. প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে বিদ্যালয় পাঙ্গণে মেলার আয়োজন। ৫. অভিভাবক ও এলাকার সম্মানিত ব্যক্তিদের পহেলা বৈশাখে আমন্ত্রণ। ৬. মেলায় বন্ধুরা সবাই মিলে অনেক মজা করা। 

+ Report
Total Preview: 1768
tomar biddalye pahela boishakh udojoapan karar parikkalpona lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd