1. Question:বায়ু দূষণের দুটি কারণ লেখ। 

    Answer
    বায়ূ দূষণের দটি কারণ হলো-
    ১. যেখানে সেখানে কফ, থুথু ফেললে রোগজীবাণু বায়ুতে মিশে বায়ুকে দূষিত হয়।
    ২. ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধুযুক্ত ও দূষিত হয়।

    1. Report
  2. Question:পানি দূষণের দুটি কারণ লেখ। 

    Answer
    ১. ময়ল আবর্জনা খাল, বিল, পুকুর বা নীতে মিশে পানিকে দূষিত করে।
    ২. পানিতে ময়লা আবর্জনা ফেললে, থালা বাসন ধুলে, কাপড়কাচলে, গরু মহিষ গোসল করালে পানি দূষিত হয়।

    1. Report
  3. Question:অতিরিক্ত শব্দের ফলে কী হয়? 

    Answer
    অতিরিক্ত শব্দের কারণে পরিবেশে শব্দ দূষণ হয়। এবং ফলে আমাদের শোনার সমস্যা, মাথা ব্যাথ, শ্রবণ শক্তি কমে যাওয়া, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের রোগ বৃদ্ধি ইত্যাদি হতে পারে।

    1. Report
  4. Question:কোথায় মলা আবর্জনা ফেলা উচিত? 

    Answer
    সবসময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। অথবা ময়লা আবর্জনা মাটিতে গর্ত করে রেখে মাটি চাপা দিয়ে রাখা উচিত।

    1. Report
  5. Question:আমাদের কেন পরিবেশ সংরক্ষণ করা উচিত? 

    Answer
    দূষিত পান পান করলে আমাদের নানা রকমের রোগ হতে পারে। যেমন- ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, কলেরা। এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের লক্ষ রাখা উচিৎ যেন পানি দূষিত না হয়।
    দূষিত বায়ুতে দুর্গন্ধ এবং ধোঁয়া ছাড়াও ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি খুব ছোট ছোট জিনিস ভেসে বেড়ায়। আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে এ সকল দূষিত পদার্থ ফুসফুসে চলে যায়। এতে অনেকের শ্বাসকষ্ট হয়।
    ময়লা আবর্জনা মাটিতে গর্ত করে রেখে মাটি চাপা দিয়ে রাখতে হয়। এতে করে পানি ও বায়ু দূষিত হতে পারে না। তাই আমাদের পরিবেশ সংরক্ষণ করা উচিত।

    1. Report
  6. Question:আমাদের পরিবেশ কীভাবে দূষিত হয়? 

    Answer
    নানা কারণে আমাদে রপরিবেশ দূষিত হয়। যেমন-
    বায়ু দূষণ: ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধুযুক্ত ও দূষিত হয়ে আমাদের পরিবেশ দূষিত করে।
    পানি দূষণ: ময়লা আবর্জনা খাল, বিল, পুকুর বা নদীতে মিশে পানি দূষিত হয়ে আমাদের পারিবেশ দূষিত করে।
    শব্দ দূষণ: শব্দ ছাড়া আমরা চলতে পানি না। কিন্তু  উচ্চ শব্দের দ্বারা পরিবেশে শব্দ দূষণ হয়।
    বর্জ্য দূষণ: যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেলে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণূর সৃষ্টি হয়। ফলে পরিবেশ দূষিত হয়।
    মানুষসৃষ্ট দূষণ: মানুষের সচেতনতার অভাবে পরিবেশ দূষিত হয়।

    1. Report
  7. Question:পরিবেশ দূষণ কী? 

    Answer
    মানুষ ও প্রকৃতির কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থা নষ্ট হলে তাকে পরিবেশ দূষণ বলে।

    1. Report
  8. Question:ধোঁয়া, ধুলাবালি দ্বারা কী দূষিত হয়? 

    Answer
    ধোঁয়া, ধুলাবালি দ্বারা বায়ু দূষিত হয়।

    1. Report
  9. Question:কী দূষণের ফলে মাছ মারা যায়? 

    Answer
    পানি দূষণের ফলে মাছ মারা যায়।

    1. Report
  10. Question:কী দূষণের ফলে আমরা ক্লান্ত ও বিরক্ত হই? 

    Answer
    রাস্তাঘাটে বা কোনো জায়গায় শব্দ দূষণ সৃষ্টি হলে আমরা ক্লান্ত ও বিরক্ত হই।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd