Question:মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যমের ভূমিকা বর্ণনা কর। 

Answer ১৯৭১ সালের ২৫শে মার্চ অপারেশন সার্চলােইট শুরু হওয়ার সময় থেকে বিদেশি সাংবাদিকরা পাকিস্তানিদের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তথ্য সংগ্রহ করতে শুরু করে। তাঁরােই প্রথম বহির্বিশ্বে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও বর্বরতার খবর ছড়িয়ে দেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বজ্রকণ্ঠ ও চরমপত্রসহ বিভিন্ন অনুষ্ঠান শ্রোতাদের মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছে। এ সময় এম আর আখতার মুকুল চরমপত্র পাঠ করে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করে তোলেন। 

+ Report
Total Preview: 3114
muktijuddher shomoy ganmadhjomer bhূmika boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd