Question:মুজিব নগর সরকারের উপদ্ষ্টোদের নাম লেখ। 

Answer মুজিবনগরে গঠিত বিপ্লবী সরকারকে সহযোগিতা করার জন্য কয়েকজন উপদেষ্টা নিয়োগ করা হয়। এই উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ১. মওলানা আবদুল হামিদ খান ভাসানী ২. অধ্যাপক মোজাফফর আহমদ ৩. কমরেড মণি সিংহ ৪. মনোরঞ্জন ধর। উল্লেখিত ৪ জন সদস্য ছাড়াও আওয়ামী লীগের সদস্যসহ মোট ৯জন নিয়ে উপদেষ্টা কমিটি গঠিত হয়। এই উপদেষ্টা কমিটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিপ্লবী সরকারকে পরামর্শ দিত এবং নীতিনির্ধারণসহ অন্যান্য কাজে সক্রিয় সাহায্য করত। 

+ Report
Total Preview: 917
mugibo ngr shorokarer upadoshtোder namo lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd