Question:সামাজিকীকরণের কোন মাধ্যমে শিশু গুণাবলি বিকাশে সহায়তা করে, ব্যাখ্যা কর। 

Answer সমাজিকীকরণে সমবয়সী বা সঙ্গীর মাধ্যমে শিশুর গুণাবলি বিকাশে সহায়তা করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এখানে খেলার সাথিরা একে অপরের কাজে থেকে অনেক কিছু শেখে। কথাবার্তা, আচার-আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয় 

+ Report
Total Preview: 550
shamagikikroner kon madhjome shishu gunaboli bikashe shohayota kare, baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd