Question:প্রাবসীরা কীভাবে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করে? 

Answer বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় র্মরত আছে । এসব মানুষের মধ্যে দক্ষতাসম্পন্ন মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশাজীবী যেমন আছে, তেমনি আছে দক্ষ শ্রমিক। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা আয় করছে এবং উপার্জিত মুদ্রার একটি অংশ দেশে পাঠাচ্ছে। প্রবাসীদের প্রেরিত এই অর্থে তাদের পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করছে। এভাবে প্রবাসিলা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। 

+ Report
Total Preview: 1326
praboshira kivabe orothonৈtik unnoyoner bhূmika paln kare?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd