Question:বাংলাদেশ সংবিধানের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর। 

Answer ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৯৭২ সালের ১০ই এপ্রিল গণপরিশষদের প্রথম অধিবেশন বসে। এতে ড. কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান কমিটি গঠন করা হয়। কমিটি মাত্র ছয় মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে। ১৯৭২ সালের ৩০শে অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয়। অবশেষে ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে সংবিধান চূড়ান্ত অনুমোদন পায়। 

+ Report
Total Preview: 506
bangladesho shongbidhaner shongkhipat itihasho boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd