Question:চাকমা ও গারোদের সামাজিক জীবনযাপনের মধ্যে উল্লেখযোগ্য দুটি পার্থক্য লেখ।
Answer চাকমা ও গারো উভয়ই বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্গত। তবে এদের সামাজিক জীবনযাপনের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান। এদর মধ্যে উল্লেখযোগ্য ২টি পার্থক্য হলো- চাকমাদের সমাজ পিতৃসূত্রীয়, অপরদিকে গারোদের সমাজ মাতৃসূত্রীয়। আবার, চাকমা পরিবারে পিতার পর মা ও জ্যেষ্ঠপুত্রের স্থান কিন্তু গারো পরিবারে সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে এবং পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে।
+ Report
chakma o garoder shamagik jibonjoapaner modhe ullakhjoggo duti parothokjlekh.