Question:পারমাণবিক খনিজ পদার্থের খনিজ উৎস ও ব্যবহার লেখ। 

Answer চট্টগ্রাম জেলার কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় এলাকায় প্রচুর খনিজ বালির সন্ধান পাওয়া গেছে। পারমাণবিক খনিজ পদার্থগুলো হলো জিরকন, মোনাজাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, লিউকক্সেন প্রভৃতি। এ খনিজ সংগ্রহের জন্য অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পারমাণবিক খনিজ পদার্থ সাধারণত ভারী ধাতব শিল্পে ব্যবহৃত হয়। 

+ Report
Total Preview: 547
paromanbik khnijo padarother khnijo utsho o babohar lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd