Question:দেশে অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার ভূমিকা ব্যাখ্যা কর। 

Answer কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন বলতে সে-দেশের সার্বিক উন্নয়নকে নির্দেশ করে থাকে। একটি দেশের সার্বিক উন্নয়ন মূলক তিন ধরনের কর্মকান্ডের উন্নয়নের সমস্টি। যথা : প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকান্ডের উন্নয়ন, যথা- কৃষিকাজ, মৎস চাষ, পশুশিকার, পশুপালন প্রভৃতির উন্নয়ন সাধন। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের উন্নয়ন, যেমন- কলকারখানা, শিল্পকারখানা প্রভৃতির উন্নয়ন সাধন। তৃতীয় ও চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের উন্নয়ন, যেমন- ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, পরিবহণ ও যোগাযোগ প্রভৃতির উন্নয়ন সাধন। প্রকৃতপক্ষে, এসব উন্নয়ন কর্মকান্ড সম্পূর্ণরূপে কোনো দেশের দক্ষ ও অভিজ্ঞ জনসমষ্টির ওপর নির্ভর করে। তাই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার ভূমিকা অনস্বীকার্য। 

+ Report
Total Preview: 680
deshe orothonৈtik unnoyone jonshongkhar bhূmika baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd