1. Question:কতিবাংশে কবি পিতামাতা ও গুরুজনদের দেবতুল্য মনে করতে বলেছেন কেন? 

    Answer
    পিতামাতা ও গুরুজনেরা আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। তাঁদের উপদেশ অনুযায়ী চললে আমরা জীবনে উন্নতি করতে পারব। দেবতা বা ধর্মীয় গুরুরা আমাদের সঠিকভাবে জীবনযাপনের পথ দেখান। তেমনি পিতামাতা ও গুরুজনেরাও আমাদের ভালো মানুষ হবার উপদেশ দেন। এজন্য কবি তাঁদেরকে দেবতার সমতুল্য মনে করেছেন।






    1. Report
  2. Question:ভাইবোনের সাথে আমাদের কী ধরনের আচরণ করা উচিত? 

    Answer
    ভাইবোনদের সাথে আমাদের সবসময় ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। বিশেষ করে ছোট ভাইবোনেরা যদি না বুঝে কোনো ভুল করে তবে তাদেরকে বুঝয়ে বলতে হবে।  তাদের প্রতি রাগ না করে স্নেহের সাথে ভুল সংশোধন করে দিতে হবে। আর বড় ভাইবোনেরদ সবসময় শ্রদ্ধ করতে হবে। তাদের কথা মেনে চলতে হবে।






    1. Report
  3. Question:ক্রোধ বা রাগ আমাদের জন্য ক্ষতিকর কেন? এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    ক্রোধ বা রাগ আমাদের নানা রকমের ক্ষত করে। এ সম্পকেৃ পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো :
    ১. রাগের ফলে আমরা অনেক সময় ভালোমন্দ জ্ঞান হারিয়ে ফেলি।
    ২. কখনো কখনো রাগের কারণে আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়।
    ৩. রাগের ফলে পরিবারে অশান্তি দেখা দেয়।
    ৪. অনেক ক্ষেত্রে রাগ মানুষের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
    ৫. রাগি ব্যক্তিকে কেউ পছন্দ করে না।






    1. Report
  4. Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো : একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা ভাইবোন সকলেরে যেন ভালোবসি, পাঠের সময় যেন নাহি করি হেলা।’ সুখি যেন নাহি হই আর কারও দুখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। 

    Answer
    ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,
    একসাথে থাকি যেন সবে মিলেমিশি।
    ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,
    পাঠের সময় যেন নাহি করি হেলা।
    সুখি যেন নাহি হই আর কারও দুখে,
    মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।






    1. Report
  5. Question:নিচের কবিতাংশটুকু কোন কবিতার অংশ? 

    Answer
    কবিতাংশটুকু ‘আমার পণ’ কবিতার অংশ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd