Question:“এদেশেতেই জন্ম আমার, এদেশেতেই মরি।” কথাটি বুঝিয়ে লেখো।
Answer জন্মভূমি আমাদের সকলের খুব প্রিয়। বাংলাদেশ আমাদের জন্মভূমি। আমরা এ দেশের আলো-বাতাসে বড় হয়েছে। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য সবার মন কেড়ে নেয়। বাংলাদেশে সকলে আমরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করি। এদেশ যেন মায়ের মতো। বাংলাদেশ যন তার প্রকৃতির আঁচলের ছায়া দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এজন্য কবি জন্মভূমি অর্থাৎ বাংলাদেশেই জীবনের শেষ দিন কাটাতে চান।
+ Report
“adeshetei jamma amaro, adeshetei mori.” kathati buziye lekho.