Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো : কথায় না বড় হয়ে কাজে বড় হবে? মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন আমাদের দেশে হবে সেই ছেলে কবে ‘মানুষ হতেই হবে’ এই যার পণ। নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ? বিপদ আসিলে কাছে হও আগুয়ান
Answer আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে? মুখে হাসি বুকে বল, কেজে ভরা মন ‘মানুষ হতেই হবে’ এই যার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে বরক্ত, মাংস, প্রাণ?
+ Report
nicher kabitar laingulo par par shagiye lekho : kathay na boড় hoye kaje boড় hobe? mukhe hashi buke bol, teje bhra mon amader deshe hobe shei chele kabe ‘manush hotei hobe’ ai jar pan. nai ki shorire tobo rokto, mangsho, pran? bipadashile kache hoo aguyan