Question:বিরামচিহ্ন কাকে বলে ? উদাহরণ দাও।
Answer বাক্যে কোথায় কতটুকু থামতে হবে তা বোঝানোর জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাদের বিরামচিহ্ন বলে। যেমন- আপামনি, আমাদের একটা অনুরোধ আছে। উপরের বাক্যটিতে কমা ও দাঁড়ি ব্যবহার করা হয়েছে। এগুলো বিরামচিহ্ন।
+ Report
biramochihon kake bole ? udahoron dao.