Question:“একুশে ফেব্রুয়ারি” সম্পর্কে অনুচ্ছেদ লিখ। 

Answer আমাদের মাতৃভাষা বাংলা। এ ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি। ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা। পাকিস্তানি শাসকেররা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। এর প্রতিবাদে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এদশের ছাত্রসমাজ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে। পাকিস্তান সরকারের পুলিশ মিছিলে গুলি চালালে শহিদ হন রফিক, সালাম, জব্বার, বরকতসহ অনেকে। তাঁদের রক্তের বিনিময়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়। ভাষা শহিদেরা আমাদের গর্ব। প্রতি বছর তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষ শহিদ মিনারে মিলিত হয় ২১শে ফেব্রুয়ারি তারিখে। 

+ Report
Total Preview: 21127
“akushe phebruyari” shomoparoke onucchedlikh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd