Question:মহানবি (স) হাজরে আসওয়াদ কাবার দেয়ালে কীভাবে স্থাপন করেন? 

Answer মহানবি (স) যখন একজন অল্প বয়সী তরুণ তখন কুরাইশরা পবিত্র কাবাঘর ভেঙে নতুন করে তৈরি করে। কিন্তু তারা কাবার দেয়ালে পবিত্র হাজরে আসওয়াদ বসানোর সময় সমস্যায় পড়ে। কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত ছিল। প্রত্যেকটি শাখা গোত্রের দাবি ছিল তারাই হাজরে আসওয়াদটি দেয়ালে বসাবে। বিষয়টি মারামরি ও খুন খারাবিতে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে সকলে হযরত মুহাম্মদ (স)-এর ওপর এই বিরোধ মীমাংসার ভার দেয়। হযরত মুহাম্মদ (স) একটি চাদর বিছান। নিজ হাতে হাজরে আসওয়াদটি তার ওপর তোলেন। তারপর হযরত মুহাম্মদ (স)-এর নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটির চারদিক ধরে উঁচু করে কাবার দেয়ালের কাছে নিয়ে যায়। মহানবি (স) সেখান থেকে সেটি উঠিয়ে দেয়ালে রেখে দেন। 

+ Report
Total Preview: 2397
mohanbi (sho) hajore ashooyadkabar deyale kivabe shothapan karen?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd