Question:আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় মহানবির বয়স কত ছিল? মহানবির চরিত্র সম্পকেৃ ৪টি বাক্য লিখ।
Answer আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় মহানবি (স)-এর বয়স ছিল আট বছর। মহানবি (স)-এর চরিত্র সম্পর্কে ৪টি বাক্য নিম্নরূপ- ১. হমানবি (স) সবসময় মানুষকে সৎকাজ করতে আদেশ দিতেন। ২. অসৎকাজ করতে নিষেধ করতেন। ৩. যত বড় নেতা বা সরদারই হোক না কেন, খারাপ কাজ করতে তিনি নিষেধ করতেন। ৩. সবসময় সব ধরনের জুলুম অত্যাচারের প্রতিবাদ করতেন।
+ Report
abdhুl muttalibo intoেkaler shomoy mohanbir boyosho koto chil? mohanbir chritro shomopakeৃ ৪ti bakjlikh.