Question:একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেনসিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণি ২৫ টাকায় বিক্রি হয়। আমরা ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ক্রিকোণি কেনার সময় ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাব?
Answer ১টি খাতা বিক্রি হয় ১৮ টাকায়
`:.` ৪টি খাতা বিক্রি হয় (১৮ x ৪) টাকায়
= ৭২ টাকায়।
১টি পেনসিল বিক্রি হয় ৮ টাকায়
`:.` ৮টি পেনসিল বিক্র হয় (৮ x ৮) টাকায়
= ৬৪ টাকায়
১টি জ্যামিতিক ক্রিকোণি বিক্রি হয় (২৫ x ২) টাকায়
= ৫০ টাকায়
সুতরাং ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোণি কিনতে লাগবে (৭২ + ৬৪ + ৫০) টাকা = ১৮৬ টাকা জিনিসগুলো কিনে ৫০০ টাকা দিলে ফেরত পাব
(৫০০ - ১৮৬) টাকা
= ৩১৪ টাকা